ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস

ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস

ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস ড. প্রকাশ চন্দ্র বিশ্বাসের জন্ম ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে। বাবা হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত গোপাল চন্দ্র বিশ্বাস ও মাতা প্রয়াত ঊষা রাণী বিশ্বাস। শৈশব, কৈশোর ও তার পরবর্তী উচ্চমাধ্যমিক পর্যন্ত তিনি হরিণাকুণ্ডুর গ্রামীণ আবহে বেড়ে ওঠেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. বিশ্বাস বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্য পঠন ও পাঠন তাঁর আগ্রহের বিষয়। তাঁর প্রকাশিত 'Novels of D. H. Lawrence: A Psychosexual Analysis' (পিএইচডি গবেষণা)। ‘শূন্য বিভক্তি’ (২০২৩, দ্বিমত) তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon